BRRI কৃষি যন্ত্রপাতি: জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষিতে যান্ত্রিকীকরণের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে এতে করে স্বল্প পরিশ্রমের অধিক কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে । বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও ধান গবেষণা প্রতিষ্ঠান কৃষিতে ব্যবহারযোগ্য বেশকিছু যন্ত্রপাতি উদ্ভাবন করেছেন । |
![]() |
ধান ও গম কাটা র যন্ত্র |
ব্রি হস্তচালিত ধান-গম কাটার যন্ত্র :
৪-৫ ঘন্টায় ১ হেক্টর জমির ধান
কাটা যায় । ঘন্টায় জ্বালানী লাগে ০.৫---০.৭ লিটার । অতি অল্প সময়ে বেশি পরিমাণ জমিতে ধান কাটা যায় ।এজন্য ধান ও গম কাটার যন্ত্রটি কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে খুব অল্প খরচে এই ধরনের যন্ত্র কৃষক লেভেলে ব্যবহার বাড়ছে।
ব্রি- পাওয়ার টিলার চালিত ধান-গম কাটার যন্ত্র ।
ঘন্টায় ১-১.৫বিঘা জমির ধান কাটা যায় ।
পাওয়ার চালিত ধান গম কাটার যন্ত্রটি বেশ জনপ্রিয় । অল্প সময়ে অধিক পরিমাণ জমিতে ধান কাটতে পারে বিধায় লেবার কম লাগে ।খরচ কম হয় এবং অতি দ্রুত ধান কাটা যায়। বর্তমানে এই যন্ত্রটি বহুল ব্যবহৃত হচ্ছে। ঘন্টায় জ্বালানী লাগে ০.৫---০.৭ লিটার ।
ব্রি- ওপেন ড্রাম পাওয়ার থ্রেসার:
ওপেন ড্রাম পাওয়ার থ্রেসার কৃষকদের জন্য খুব উপকারী যন্ত্র ।এই যন্ত্রটি একসাথে ২-৩ জন ধান মাড়াই করতে পারে । বিশেষ করে মহিলাদের জন্য এ যন্ত্রটি বেশ কার্যকর। বর্তমানে কৃষকদের বাড়িতে এই ধরনের থেসার ব্যবহার হচ্ছে।
ব্রি- ধান-গম পাওয়ার থ্রেসার:
বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের যন্ত্রটি বেশ কার্যকর অল্প সময়ে অনেক পরিমান ধান মাড়াই করা যায় এবং স্বল্প খরচে ধান মারাই করা যায়।
ব্রি- ড্রায়ার:
ধান শুকানোর জন্য ড্রায়ার যন্ত্রটি খুব উপকারী। বিশেষ করে আউস মৌসুমে বৃষ্টির দিনে ধান শুকানো কৃষকদের জন্য কষ্টকর । তাই এই যন্ত্রটি ব্যবহার করলে সূর্যের আলো না থাকলেও অতি দ্রুত ধান শুকিয়ে সংরক্ষণ করতে পারবে।
ব্রি- খড় কাটার যন্ত্র
কৃষকদের জন্য খড় কাটার যন্ত্রটি খুবই জরুরী । বিশেষ করে যে সকল কৃষক গবাদি পশু পালন করে থাকেন তাদের জন্য খড় কাটার প্রয়োজন হয় । খরকাটার যন্ত্রটি থাকলে কম সময়ে বেশি খড় কাটা যায় ।
ধান থেকে চাল করার জন্য রাইস মিল যন্ত্রটি ব্যবহার করা যায় অত্যন্ত স্বল্প খরচে। এ যন্ত্রটি কৃষক তার বাড়িতে চালু করতে পারে এবং যেকোনো কৃষক এ যন্ত্রটি ব্যবহার করে বাণিজ্যিকভাবে চাউল বাজারজাত করতে পারে।
ব্রি- পাওয়ার উইনোয়ার:
পাওয়ার উইনার যন্ত্রটি খুবই দরকার। বিশেষ করে ধান কাটার পর ঝাড়াই মারাই করার জন্য এ যন্ত্রটি খুবই দরকার। যারা চাতাল পরিচালনা করেন, তাদের জন্য পাওয়ার উইনার খুবই দরকার ।এতে করে অল্প সময়ে ধানের মধ্যে চিটা সহ অন্যান্য আবর্জনা ময়লা দ্রুত পরিষ্কার করা যায়।
ব্রি- উন্নত চুলা:
বি উদ্ভাবিত নতুন চুলা সব পরিবারের জন্য একটি স্বল্প খরচের । অল্প কাঠপুরে অল্প জ্বালানি দিয়ে দ্রুত পাক বা রান্না করা যায়, জ্বালানির সাশ্রয় ও হয় চোখের ক্ষতি কম হয় ।এজন্য কৃষক পরিবারের জন্য এই উন্নত চুল ব্যবহার করা উচিত
ব্রি- ড্রাম সিডার:
অনেক সময় ধান ছিটিয়ে বোনার প্রয়োজন হয়। বিশেষ করে চারা করে ধান রোপণ করতে অনেক সময় প্রয়োজন বিধায় সরাসরি বীজ ড্রাম সিডারের সাহায্যে জমিতে লাইন করেধানন রোপন করা যায় এতে করে সময় বেশ কম লাগে, ফলন বেশি পাওয়া যায় ,লেবার খরচ কম হয় এবং দ্রুত রোপন করা যায়।
অন্যান্য যন্ত্রপাতি:
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যন্ত্রটি কম্বাইন হারভেস্টার ।এটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। মিনি কম্বাইন হারভেস্টার এবং বড় কম্বাইন হারভেস্টার বা কম্বাইন হারভেস্টার । এই যন্ত্রের সাহায্যে এক ঘন্টায় ৮ বিঘা জমির ধান কাটা ও মাড়াই একসাথে করা যায় ।অল্প সময়ে অধিক পরিমাণ ধান কাটা ও মাড়াই একসাথে করা যায়।
0 Comments